দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে: গতকালই (মঙ্গলবার, ৩০ মে) নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং ৭ জুন প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে যাবে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করল রাজ্য সরকার। আজ, বুধবার (৩১ মে) ফের নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ৫ ও ৭ জুনের পরিবর্তে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল খুলবে আগামী ১৫ জুন, বৃহস্পতিবার।

thebengalpost.net
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:

প্রচন্ড গরম ও তাপপ্রবাহের (Heat Wave) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, “আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গরম এখনও থাকবে। তাই, আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। ৫ ও ৭ জুনের পরিবর্তে রাজ্যের প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমস্ত স্কুল, আগামী ১৫ জুন, বৃহস্পতিবার খুলবে। গরমের ছুটি আরও ১০ দিন বাড়িয়ে দিলাম আমরা।” তিনি রাজ্যের সমস্ত বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলির কাছেও আবেদন জানিয়েছেন, যাতে ১৫ জুন (২০২৩) স্কুল খোলা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও জানান, “আমরা আজ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। বৈঠক খুব ভালো হয়েছে।”