দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: আগামী ১৬ নভেম্বর পাকাপাকিভাবে স্কুল খুলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। তার আগে, ‘ন্যাস’ (NAS) এর হাত ধরে প্রায় দু’বছর বাদে স্কুলে বসে পরীক্ষা (অফলাইনে) দিল পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা কেমন হচ্ছে, সার্বিক পঠন-পাঠনের মান কেমন প্রভৃতি বিষয় সমীক্ষার জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE) -এর উদ্যোগে, শুক্রবার সারা ভারতে আয়োজিত হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (NAS- National Achivement Survey) পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলাতে ১৩৬ টি প্রাথমিক স্কুল ও হাইস্কুলকে এই পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল। সুষ্ঠুভাবে বসে পরীক্ষা দিল পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। তার আগেই চিহ্নিত স্কুলগুলিকে স্যানিটাইজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। দু’দিন আগেই এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) কুহুক ভূষণ।

thebengalpost.net
স্কুলে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা : (নিজস্ব চিত্র)

মূলত, তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় বসেছে। কোন স্কুল থেকে কোন শ্রেণীর পড়ুয়ারা পরীক্ষা দেবে তার তালিকা আগেই চূড়ান্ত করা হয়েছিল। প্রত্যেকটি শ্রেণি পিছু গড়ে ৩০ জন পড়ুয়া NAS (National Achivement Survey) পরীক্ষার জন্য চিহ্নিত হয়েছিল। সেই হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার ৮০ জন। পড়ুয়ারা নিজেদের স্কুলেই পরীক্ষা দিল। প্রায় ২ বছর বাদে অফলাইনে, স্কুলে বসে পরীক্ষা দিল ছাত্র-ছাত্রীরা। তবে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলগুলি, তাই স্কুলগুলিকে আগেই বিশেষভাবে স্যানিটাইজার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এরপরই স্কুলগুলিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুরের স্কুলে পরীক্ষা :