দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ মে:গ্রীষ্মাবকাশ বা গরমের ছুটির পর অবশেষে খুলতে চলেছে স্কুল। সোমবার (২৭ মে) এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ৩ জুন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত (বা, সরকার পোষিত) প্রাথমিক ও মাধ্যমিক (উচ্চ মাধ্যমিক সহ) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ বা উপদেশ (advised to attend schools) দেওয়া হয়েছে। অপরদিকে, ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলবে আগামী ১০ জুন (সোমবার)। উল্লেখ্য যে, প্রচন্ড দাবদাহের কারণে, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে।

thebengalpost.net
বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে পুনরায় স্কুলগুলি চালু করার মতো পরিবেশ বা পরিকাঠামো তৈরী করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মীদের। অন্যদিকে, ১ জুন রাজ্য তথা দেশের শেষ দফার (সপ্তম দফার) নির্বাচন। ফলাফল ৪ জুন (4th June)। এই সমস্ত বিষয় বিবেচনা করেই যে পড়ুয়া বা ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলার দিন নির্ধারণ করা হয়েছে ১০ জুন, তা মনে করছেন ওয়াকিবহাল মহল।