দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: নিম্নচাপ আর ভরা কোটালে রীতিমতো ফুঁসছিল দিঘার সমুদ্র। সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু, সেই নিষেধাজ্ঞা আর পুলিশি নজরদারি এড়িয়ে ঢেউ উপভোগ করতে ওল্ড দিঘার গার্ড ওয়াল টপকে নেমে পড়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক যুবক। নাম শুভ্রপ্রকাশ মণ্ডল। কিন্তু, উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ নিমেষে টেনে নিয়ে যায় তাঁকে! এরপর, কয়েক মিনিট ধরে চলে সমুদ্রে-মানুষে জীবণ-মরণ লড়াই। যুবক যখন নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, সেই সময়ই আর নিজেকে ধরে রাখতে পারেননি, স্থানীয় যুবক সৈকত মাইতি! ঝাঁপিয়ে পড়েন তিনি। শুরু হয় সমুদ্র আর সৈকতের মধ্যে সে এক রোমহর্ষক লড়াই! প্রায় ১৫-২০মিনিটের প্রাণপণ লড়াই শেষে, নিজের জীবন বিপন্ন করে উত্তাল সমুদ্রের মাঝ থেকে শুভ্রপ্রকাশ-কে ফিরিয়ে নিয়ে আসেন সৈকত। তবে, একটা সময়ে যখন শুভ্র আর সৈকত দু’জনই মাঝ সমুদ্রে, ঢেউয়ের মধ্যে খাবি খাচ্ছিলেন সেই সময়ই আসরে নামেন স্থানীয় নুলিয়া বা সিভিল ডিফেন্সের কর্মীরা। টিউব আর দড়ি নিয়ে সমুদ্রে নেমে পড়েন অভিষেক পাত্র নামে এক কর্মী। তিনিই ফিরিয়ে নিয়ে আসেন দু’জনকে। তবে, তার আগে সমুদ্রের মাঝে এক মুহূর্তের জন্যও শুভ্র-কে হাতছাড়া করেননি সৈকত!

thebengalpost.net
উত্তাল সমুদ্রে :

সৈকত আর অভিষেকের অসীম সাহস আর হার না মানা লড়াই-ই স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, রবিবার (১৪ আগস্ট) এক নতুন জীবন দান করল পশ্চিম মেদিনীপুরের শুভ্র প্রকাশ’কে। জানা যায়, ঘাটাল থানার কিসমৎ দেওয়ানচকের বছর ৩০-এর যুবক শুভ্রপ্রকাশ মণ্ডল বন্ধুদের সঙ্গে দিঘায় ঘুরতে যান। এরপর, রবিবার দুপুরে পুলিশি নজরদারি এড়িয়েই উত্তাল সমুদ্রে নেমে পড়েন বলে জানা যায়। মুহূর্তেই তলিয়ে যান তিনি। চোখের সামনে শুভ্র-কে নিয়ে লোফালুফি করতে থাকে একের পর এক ঢেউ! নিমেষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওল্ড দিঘা সমুদ্র সৈকতে। এরপরই, কার্যত নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বছর ২৮ এর যুবক সৈকত মাইতি। তারপর, যুবককে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা, মাঠে নামেন সিভিল ডিভেন্সের প্রতিনিধিরা। শেষে তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল ও মোহনা থানার ওসি অমিত দেব। এই মুহূর্তে শুভ্র প্রকাশ স্থিতিশীল বলে জানা গেছে।

thebengalpost.net
সমুদ্র-সৈকতে লড়াই :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):