দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৬ মার্চ: বসন্ত এসে গেছে! রঙের খেলায় সবেমাত্র মেতে ওঠা শুরু করেছে প্রকৃতি থেকে প্রেমিক-প্রেমিকার দল। একদিন পরেই আবার বাঙালির প্রিয় দোল উৎসব। আর, এসবের মধ্যেই, আবহাওয়া দপ্তরের মন খারাপ করা সংবাদ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব না পড়লেও, গভীর নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হবে, ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Ashani)। অশনি নাম দিয়েছে শ্রীলঙ্কা (Named by Sri Lanka)। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর (South-West Bay of Bengal Bengal) গতকাল তৈরি হয়েছে নিম্নচাপ। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার, ২১ মার্চ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যে ঘূর্ণিঝড়ের নাম শ্রীলংকার দেওয়া অশনি। উল্লেখ্য যে, আজ, বুধবার সন্ধ্যার পর থেকে মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ২-১ ফোঁটা ‘জল’ (বৃষ্টি) ও পড়েছে। যদিও, বৃহস্পতিবার থেকে রবিবার অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে, অশনি’র প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ সহ বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সৃষ্টি হওয়া নিম্নচাপ-টি দক্ষিণবঙ্গ উপসাগরে আন্দামানের কাছাকাছি এসে, আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে সুস্পষ্ট ও গভীর নিম্নচাপে পরিণত হবে।
এদিকে, আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, আগামী সপ্তাহে ‘সিত্রাং’ (Sitrang) নামে আরো একটি ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরীয় উপকূলে। উল্লেখ্য, সিত্রাং (Sitrang) ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে (Thailand)। সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলে জানা যাচ্ছে। সিত্রাং বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে, কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। সকালে খানিকটা মনোরম আবহাওয়া থাকলেও, বেলার বাড়তেই গরম বাড়ছে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও, আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে, আগামী সপ্তাহেই দু’দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…