দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ অক্টোবর: প্রায় দানবীয় শক্তি নিয়ে রাত্রি ১টা নাগাদ (২৫ অক্টোবর) ওড়িশার ধামাড়া এবং ভিতরকণিকার মাঝে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)-র। চলবে অন্তত চার-পাঁচ ঘন্টা ধরে। বাতাসের গতিবেগ প্রায় ১০০-১২০ কিলোমিটার বলে জানা গেছে। গোটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দীঘা সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দীঘার সমুদ্র রীতিমত উত্তাল! দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র বৃষ্টিপাত। সমুদ্র উপকূলে ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বইছে দমকা হাওয়া!

thebengalpost.net
দানা’র দাপট:

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, মোহনপুর সহ সংলগ্ন এলাকায় ৬০-৭০ কিমি বেগে বইছে ঝড়ো হাওয়া। শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দানা’র ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হাওয়ার পরই মেদিনীপুর-খড়গপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট শুরু হয়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। যদিও, হাওয়া অফিসের তরফে শুক্রবারও দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ঝড় আসার আগেই প্রায় ২৫-৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, দানা’র দাপট সবথেকে বেশি পড়তে চলেছে ওড়িশা উপকূলেই! পুরী থেকে ধামাড়া, বালেশ্বর, ভুবনেশ্বর থেকে ভিতরকণিকায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে বৃষ্টিপাত। তৎপর প্রশাসন। তা সত্ত্বেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ধামাড়া ও সংলগ্ন এলাকায়।