দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ নভেম্বর: বর্তমান সময়ে দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য কৃত্রিম LED আলোই দস্তুর! তবে, এক্কেবারে হারিয়ে যায়নি দেওয়ালি পুতুল। যে দেওয়ালি পুতুল পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্য! অতিমারী পেরিয়ে এবার চাহিদা বেড়েছে মেদিনীপুরের সেই ঐতিহ্যশালী দেওয়ালি পুতুলের। আর, এই পুতুলের চাহিদা বাড়ার কারণে হাসি ফুটেছে শহর মেদিনীপুরের মির্জাবাজার সংলগ্ন কুমোরপাড়ার মৃৎশিল্পীদের মুখে। বুধবার পর্যন্ত ব্যস্ততা দেখা গেল কুমোরপাড়ায়।

thebengalpost.net
দেওয়ালি পুতুল তৈরিতে ব্যস্ত শিল্পী :

প্রসঙ্গত, এক সময় দীপাবলিতে মাটির তৈরি দেওয়ালি পুতুলের ভীষণই চাহিদা ছিল। পরে বিভিন্ন ধরনের রকমারি এলইডি লাইট, চোখ ধাঁধানো আলোর প্রভাবে ম্লান হয়েছিল দেওয়ালি পুতুল। তবে, ধীরে ধীরে আবার সেই প্রাচীন কালের দেওয়ালি পুতুলের চাহিদা যেন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিমতা ছেড়ে ফের মানুষ আপন করে নিতে চাইছে সহজাত প্রাকৃতিক সৌন্দর্যকেই। দেওয়ালি পুতুল মূলত তৈরি হয় মেদিনীপুরেই। যদিও শিল্পীরা বলছেন, ইদানিং কালে বিভিন্ন জায়গায় মেদিনীপুরের ঐতিহ্যশালী দেওয়ালি পুতুলের অনুকরণে পুতুল বানানো হচ্ছে। মেদিনীপুরের কুমোরপাড়ার শিল্পীদের কথায়, এক সময়ে মাটির প্রদীপ ও দেওয়ালি পুতুলের চাহিদা একেবারে তলানিতে ঠেকেছিল। কিন্তু, এই বছরে চাহিদা বেড়েছে মাটির তৈরি দেওয়ালি পুতুলের। মেদিনীপুর শহরের মির্জাবাজার কুমোরপাড়ার প্রায় পঞ্চাশটি পরিবার এই পুতুল তৈরির কাজ করেন। কালীপুজোর আগে পরিবারের পুরুষ-মহিলা, শিশু সকলেই হাত লাগায় এই কাজে।

thebengalpost.net
দেওয়ালি পুতুল বিক্রি :