দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ জানুয়ারি: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মেদিনীপুর থেকে কটক! মেদিনীপুরের শহরের অরবিন্দ নগরের বাসিন্দা, টেকনো ইন্ডিয়া স্কুলের ক্লাস টু এর ছাত্র বছর সাতেকের আত্মধী কর। সম্প্রতি অনুষ্ঠিত কটক মহোৎসব ইন্টারন্যাশনাল ডান্স এন্ড মিউজিক ফেস্টিভ্যাল (Cuttack Mahotsav International Dance & Music Festival) প্রতিযোগিতার সাবজুনিয়র গ্রুপের পাঁচটি বিষয়ে অংশগ্রহণ করে, পাঁচটি বিষয়েই প্রথম পুরস্কার পেয়েছে মেদিনীপুরের ক্ষুদে প্রতিভা আত্মধী। শুধু তাই নয়, গত প্রায় দু’বছর ধরে চলা লকডাউন পর্বে বিভিন্ন অনলাইন কম্পিটিশনে অংশগ্রহণ করেও বিভিন্ন প্রাইজ পেয়েছে আত্মধী। তাছাড়াও, সম্প্রতি খড়্গপুর সংস্কৃত ভারত অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশনে চারটি বিষয়ে গ্রুপ-বি তে অংশগ্রহণও করেছিল এই ক্ষুদে সঙ্গীত শিল্পী। রবিবারই তার ফলাফল প্রকাশিত হয়েছে। চারটি বিষয়েই প্রাইজ পেয়েছে আত্মধী।

thebengalpost.net
মেদিনীপুরের আত্মধী কটক মহোৎসবে জিতে নিল পাঁচ পাঁচটি পুরস্কার :

প্রসঙ্গত উল্লেখ্য, চার বছর বয়স থেকে আত্মধীর গান শেখা শুরু মেদিনীপুরের প্রখ্যাত সঙ্গীত গুরু সুপান্থ বসু’র কাছে। মা শিক্ষিকা অংশুলা করও সঙ্গীত চর্চা করেন। বাবা শিক্ষক অরিত্র কর। তাঁদের সাহচর্যে ছোটো থেকেই আত্মধী বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত এক বছরে সে প্রায় ২৫ টি প্রাইজ পেয়েছে বলে জানিয়েছেন মা অংশুলা দেবী। এছাড়াও, সম্প্রতি বেথা ফোন রেকর্ড থেকে আত্মধী’র একটি গানের অ্যালবামও বেরিয়েছে। অ্যালবামের নাম ‘অসম্ভবের ছন্দেতে’। গানের নাম, ‘ডালপুরি চাই ডালপুরি’। কথা সুকুমার রায় এবং সুর শ্যামল বসু। সবমিলিয়ে মেদিনীপুরের ‘সুরের জগতে’ এক উদীয়মান প্রতিভা হিসেবে আত্মধী-যে আগামীদিনে সুপ্রতিষ্ঠিত হতে চলেছে, তা বলাই বাহুল্য!