দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেদিনীপুর শহরে চললো ৩ রাউন্ড গুলি! মাহতাবপুরের পদ্মাবতী শ্মশান ঘাটের সামনে ১ রাউন্ড এবং ধর্মায় আরও ২ রাউন্ড। মহতাবপুরে শ্মশান যাত্রী দলের এক ব্যক্তি’কে টার্গেট করেও ব্যর্থ হয়ে ফিরে যায় তারা। অন্যদিকে, ধর্মায় এক হোটেল ব্যবসায়ীর কাছে তোলা চাইতে যায় ওই দুষ্কৃতী দল। হোটেল ব্যবসায়ী না থাকায়, ২ রাউন্ড গুলি চালিয়ে দিয়ে চলে যায়। সিসিটিভি-তে ধরা পড়েছে, দুষ্কৃতীদের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র (বন্দুক) ছিল। গুলি চালিয়ে, আগামীদিনে ফের আসার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক বছর দুয়েক আগে ধর্মা’তে গুলি চালিয়ে এক যুবককে হত্যা করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার ঠিক দু’মাস পরে, ২০১৯ এর কালী পুজোর রাতে শহরের কর্ণেলগোলা এলাকায় গুলি চালনায় (সুট আউটে) দুই যুবকের মৃত্যু হয়েছিল। এদিনের ঘটনার সঙ্গে সেই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তা হয়তো তদন্তে উঠে আসবে। তবে, শহরজুড়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির জন্যই ফের একবার দুষ্কৃতীরা সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। ধর্মায় ইতিমধ্যে গুলির একটি খোল এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে, পুজোর ঠিক প্রাক্কালে শহর মেদিনীপুরে ভর সন্ধ্যায় এভাবে ৩ রাউন্ড গুলি চলায় আতঙ্কে শহরবাসী। তদন্ত শুরু করেছে পুলিশ।
***সংযোজন: জানা গেছে, ধর্মার ওই হোটেলে রাত্রি ৮ টা ৫ নাগাদ গুলি চালায় দুষ্কৃতীরা এবং মহতাবপুরে রাত্রি সাড়ে আটটা নাগাদ গুলি চালিয়ে খড়্গপুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
***আপডেট : গুলি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত।