দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: হঠাৎই দু রাউন্ড গুলিতে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের খরিদা জিনতলাব এলাকা। বাসব রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর মধ্যে বিবাদ বলে অভিযোগ এলাকাবাসীর! সোনু মিশরা নামে এক যুবক অভিযোগ করেছে, সে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎই শের খান এবং পোস্ত নামে দুই যুবকের সঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে তার উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এরপর, দু’ রাউন্ড গুলি চালায়। অল্পের জন্য সে প্রাণে বাঁচে! যদিও ঘটনার পর থেকে সোনু বেপাত্তা! এদিকে, এলাকাবাসী পুলিশকে খবর দেয় এক যুবকের পেটে গুলি লেগেছে বলে! আতঙ্কের জেরে সে নাকি গুলি লাগা অবস্থায় পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ। তল্লাশি চলছে সোনু ও পোস্তর খোঁজেও। তবে, শের খান নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, দুই মাফিয়া গোষ্ঠী মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এমনটাই ধারণা খড়্গপুর টাউন থানার পুলিশেরও। রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর বিবাদ বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সোনু রাম বাবুর লোক। রাম বাবু’র অনুপস্থিতিতে সেই এখন এলাকার ডন বলে অভিযোগ! অপরদিকে, শঙ্কর রাওয়ের ডান হাত ও বাম হাত যথাক্রমে পোস্ত ও শের খান। সোনু অভিযোগ করেছে, তার উপর এই ২ জন হামলা ও গুলি চালিয়েছে। অপরদিকে, শের খানের অভিযোগ, তাদের উপর সোনু গুলি চালিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে টাউন থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে সোনু ও পোস্তর খোঁজে। আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে শের খানকে। রেল শহরের সাধারণ মানুষ, ফের এই মাফিয়ারাজে আতঙ্কিত!