দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট:ফের দিনেদুপুরে হার ছিনতাইয়ের ঘটনা! শুক্রবার বেলা ১২-টা নাগাদ খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায় মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলার হার ছিনতাই করে, বাইকে করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী! মাত্র ২০ মিনিটের মধ্যে নাকা চেকিংয়ের মাধ্যমে গ্রামীণ থানার মাদপুর এলাকা থেকে দুই দুষ্কৃতী-কে পাকড়াও করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। তাদের কাছ ওই হার ছাড়াও, আরও একটি হার এবং একটি দেশি একনলা বন্দুক ও একাধিক কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী হল- গোপাল জানা ও গোরা সাউ। বছর ৪০-এর দুই দুষ্কৃতীই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বেলা ১২ টা ৫ নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায়, খড়্গপুরের শহর তৃণমূল সভাপতি দিপেন্দু পাল তাঁর স্ত্রী তথা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী পাল-কে বাইকে চাপিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেই সময়ই তাঁদের বাইক থামিয়ে, বন্দুক মাথায় ঠেকিয়ে হার ছিনতাই করে দুই দুষ্কৃতী। তবে, বাইকের নম্বর প্লেটটি ভালো করে লক্ষ্য করেন তাঁরা। খবর দেন পুলিশে। অভিযোগ পাওয়ার পরই সমস্ত নাকা চেকিং এ তল্লাশি চালিয়ে আটক করা হয় বাইক আরোহী দুই দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া ওই সোনার হারের পাশাপাশি আরো একটি সোনার হার উদ্ধার করা হয়েছে। লোকাল থানার ওসি আসিফ সানি’র নেতৃত্বাধীন উদ্ধারকারী পুলিস অফিসারদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানান পুলিশ সুপার দীনেশ কুমার। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে দিপেন্দু পাল জানিয়েছেন, “আমরা বাইকে করে মেদিনীপুর শহরের দিকে যাচ্ছিলাম। চৌরঙ্গীর কাছে এই ঘটনাটি ঘটে। আমাদের পেছনেই গাড়িতে করে আসছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দ্রুত যেভাবে দুষ্কৃতীদের পাকড়াও করেছে, তাতে আমরা খুশি।”