দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: ভরসন্ধ্যায় শহর মেদিনীপুরে তীব্র আতঙ্কের সৃষ্টি হল! জেলা শহরে চললো গুলি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের মহতাপুরে অবস্থিত পদ্মাবতী শশান ঘাটের সামনে রাজ্য সড়কের উপর। শ্মশানযাত্রী একটি দলের এক ব্যক্তিই দুষ্কৃতীদের টার্গেট ছিল বলে জানা গেছে। এদিকে, ভরসন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরে দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কিত শহরবাসী। ঘটনাস্থলে পৌঁছেছে জেলার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় দোকানদার এবং প্রত্যক্ষদর্শীদের মতে, রাত্রি ঠিক সাড়ে আটটা নাগাদ দু’টি বাইকে করে ৪ জন আসে পদ্মাবতী শ্মশানঘাটের ঠিক সামনে। একজনের নাম করে হুমকি দিতে থাকে, “তুই কি ভেবেছিস বেঁচে যাবি, কোথায় তুই!” এরপরই, অন্য দু’জন মিলে শ্মশান থেকে ডেকে আনেন এক ব্যক্তিকে। তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে দেন এক দুষ্কৃতী। দু’-এক কথা বলতে বলতেই একটি বাস চলে আসে। সেই সুযোগে দুষ্কৃতীদের ধাক্কা দিয়ে শ্মশানের ভেতরে ঢুকে যান যিনি। দুষ্কৃতীরা শূণ্যে এক রাউন্ড গুলি চালিয়ে হুমকি দিতে দিতে পালিয়ে যায়। এদিকে, আতঙ্কিত ওই ব্যক্তিকে নাকি বলতে শোনা গেছে, “জানিনা আমাকেই বারবার টার্গেট করছে কেন! আমি ওর কি ক্ষতি করেছি। আমি আতঙ্কিত। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি।” দুষ্কৃতী’র নাম মুখে না আনলেও, জানা গেছে মেদিনীপুর ও খড়্গপুর শহরের একপ্রকার ত্রাস এবং নানা অভিযোগ থাকা কুখ্যাত এক অপরাধীকে লক্ষ্য করেই ওই ব্যক্তি কথাগুলি বলেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী!