তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: এবার আর মেদিনীপুর-খড়্গপুর নয়, প্রত্যন্ত গ্রামেও বাইক গ্যাং বা দুষ্কৃতীদের দাপট দেখা গেল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রানীগঞ্জ এলাকায় তিন ছাত্রী টিউশন পড়তে যাওয়ার সময়, তাদের উপর হামলা হয়। দুই যুবক বাইকে করে যেতে যেতে ওই তিন ছাত্রীর ওপর চড়াও হয়। একজন ওড়না ধরে টান দেয়। অন‍্যজন একটি মেয়ের বুকে ঘুষি মারে। সাথে সাথে ওই ছাত্রী রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরই, স্থানীয় কয়েকজন যুবক ওই বাইকটির পিছু ধাওয়া করলে, বাইক আর একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী!

thebengalpost.net
উদ্ধার হওয়া সেই লাল অ্যাপাচে বাইক :

ফেলে যাওয়া লাল রঙের অ্যাপাচে বাইকটির নম্বর হল- WB50S 9667। এদিকে, ব‍্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগের মধ্যে ৩-টি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন! ঘটনায় যথেষ্ট চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, স্থানীয় বাসিন্দাদের অনুমান, নির্ঘাত তিন ছিনতাইকারী। আর, ব্যাগ থেকে পাওয়া তিনটি ফোন চুরি বা ছিনতাই করা ফোন! আপাতত তদন্তে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। বাইকের নম্বর ধরে ওই দুই দুষ্কৃতী-কে দ্রুত পাকড়াও করা হবে বলেও জানানো হয়েছে। তবে, এই ঘটনায় ওই তিন ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন!

thebengalpost.net
আটক হওয়া বাইক :