দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: এবার শান্তির শহর মেদিনীপুরেও দুষ্কৃতী হামলার অভিযোগ! পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের সিপাইবাজার ও কুইকোটার মাঝামাঝি গির্জা এলাকায় (২ নং ওয়ার্ড) এক যুবকের উপর হামলা হয় বলে অভিযোগ। এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বছর ২০’র ওই যুবক গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। যুবকের নাম মির্জা রাজ। যুবক ও তাঁর পরিবারের দাবি, রবিবার রাত্রি ১১ টা নাগাদ সাইকেলে করে বাড়ি ফেরার পথে, রাজের উপর হামলা চালায় স্থানীয় এক দুষ্কৃতী। টাকা চেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তা না দেওয়ায়, গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তারপর-ই ধস্তাধস্তি শুরু হলে, ওই দুষ্কৃতী ভোজালি বা ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে রাজকে আক্রমণ করে বলে অভিযোগ। তারপরই ওই দুষ্কৃতী পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজ-কে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

thebengalpost.net
আহত যুবক মির্জা রাজ :

জানা গেছে, রাজের পরিবারের তরফে আজাদ নামে সিপাই বাজার কশাইপাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালী থানায়। তবে, সে পলাতক বলে জানা গেছে পুলিশ সূত্রে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালী থানা। আহত যুবকের বাড়িও সিপাই বাজার গির্জা সংলগ্ন (বেলতলা) এলাকায় বলে জানা গেছে। তার পরিবারের অভিযোগ, রাজের কাছে টাকা চায় আজাদ নামে ওই যুবক। না দেওয়ায় গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয় সে। এরপরই, প্রতিবাদ করায়, ছুরি বের করে হামলা চালায় আজাদ। রাজের শরীরের তিন জায়গায় ছুরির কোপ বসানো হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় সে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে। এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক (আজাদ), রাজের পূর্বপরিচিত। সেক্ষেত্রে, পুরানো কোনো শত্রুতা’র বিষয় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে, আহত রাজের পরিবারের অভিযোগ, আজাদ এলাকার একজন দুষ্কৃতী। টাকা ও সোনার চেন ছিনতাইয়ের জন্য-ই হামলা চালিয়েছে। এদিকে, গত কয়েক মাসে ধারাবাহিকভাবে খড়্গপুরে এই ধরনের ঘটনা ঘটলেও, মেদিনীপুর শহরে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটায় চিন্তিত শহরবাসী!

thebengalpost.net
একাধিক জায়গায় আঘাত :