দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ জুন: কোভিড বিধিনিষেধ ১৫ ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো। নবান্ন থেকে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এই বিধিনিষেধ আরো শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌‌সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো- ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। তবে, যথারীতি বন্ধ থাকবে লোকাল ট্রেন। একনজরে এদিনের সিদ্ধান্ত গুলি জেনে নিন।

thebengalpost.in
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

১. সবজি ও মাছের বাজার, মুদিখানা প্রভৃতি সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে।
২. অন্যান্য সমস্ত দোকান দুপুর ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
৩. জিম খুলে যাবে- সকাল ৬ টা থেকে ১০ টা ও বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। রেগুলার স্যানিটাইজেশন জরুরি।
৪. বিউটি পার্লার ও স্পা সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। রেগুলার স্যানিটাইজেশন জরুরি।
৫. সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকবে। কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে।
৬. লোকাল ট্রেন বাদ দিয়ে যাত্রী পরিবহন চালু হচ্ছে।
৭. বিয়ে বাড়ি সহ সামাজিক অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি গ্রাহ্য হবে। কোভিড বিধি মেনে চলতে হবে।
৮. সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
৯. রাত্রি ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।
১০. স্কুল, কলেজ যথারীতি বন্ধ থাকবে।