দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ আগস্ট: কোভিড বিধিনিষেধ বাড়ানো হলো আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং লোকাল ট্রেন। বাদবাকি অফিস-আদালত এবং বাস-মেট্রো-অটো-টোটো সহ পরিবহন ব্যবস্থা যেমন সচল ছিল, তেমনই থাকবে। সুবিধা দেওয়া হল, ব্যবসায়ীদের-ও। রাত্রি ৯ টার পরিবর্তে রাত্রি ১১ টা পর্যন্ত দোকান-বাজার খোলা রাখা যাবে। অর্থাৎ নাইট কারফিউ বা নৈশকালীন বিধিনিষেধ রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি করা হল, আগে যা ছিল রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা অবধি।
অপরদিকে, তৃতীয় ঢেউ সেপ্টেম্বরে আসার ‘সম্ভাবনা’ আছে, তাই এখনই লোকাল ট্রেন চলাচলের অনুমতি দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “আমরা আর একটু দেখে নিতে চাই। আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে একটা তৃতীয় ঢেউ আসতে পারে, এদিকে এখনও আমরা ৫০ শতাংশ মানুষ-কে ভ্যাকসিন দিতে পারিনি। তাই, সংক্রমণ যাতে বেড়ে না যায়, সেজন্যই লোকাল ট্রেন ৩১ শে আগস্ট পর্যন্ত বন্ধই থাকবে। অন্যান্য গণপরিবহন নিয়ম মেনে চলবে।” মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, সিনেমা-থিয়েটার ছাড়াও অডিটোরিয়াম এবং সুইমিং পুল-ও ৫০ শতাংশ লোকজন (দর্শক, সুইমার প্রভৃতি) নিয়ে খোলা যাবে। প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পুজোর পর একদিন অন্তর খোলা হবে, পরিস্থিতি ঠিকঠাক থাকলে।