দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর:’ওমিক্রণ’ (Omicron) নিয়ে এখনই ভয়ের কারণ না থাকলেও, ‘সতর্কতা’ অবলম্বনে বিন্দুমাত্র ত্রুটি রাখতে রাজি নয় কেন্দ্র ও রাজ্য সরকার। সম্প্রতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, “আমাদের দেশে এখনও পর্যন্ত একটিও ওমিক্রন সংক্রমণ ধরা পড়েনি। তা সত্বেও আমরা সব রকম সম্ভাব্য সতর্কতা অবলম্বন করছি।” কেন্দ্রের তরফে এ কথা জানানো হলেও, করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, ২৫ নভেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা কঠোর ভাবে মেনে চলতে হবে। এদিকে, মঙ্গলবার (৩০ নভেম্বর) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর অবধি ‘নাইট কারফিউ’ সহ কোভিড বিধিনিষেধ বৃদ্ধি করা হচ্ছে। রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা অবধি রাত্রিকালীন বিধিনিষেধ (নাইট কারফিউ) বলবৎ থাকবে।‌ শুধুমাত্র, স্বাস্থ্য ও জরুরি পরিষেবা ছাড়া যাতায়াত ও ঘোরাফেরা কঠোরভাবে নিষিদ্ধ! নির্দেশ না মানলে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই বিজ্ঞপ্তি-তে করোনা’র নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর উল্লেখ করে, কোভিড বিধিনিষেধ সঠিকভাবে পালন করার পরামর্শও দেওয়া হয়েছে। মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি ব্যবহারের এবং দূরত্ব বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

thebengalpost.net
কোভিড বিধিনিষেধের বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে কমপক্ষে ১২টি দেশে ঢুকেছে ‘ওমিক্রন’। করোনাভাইরাসের নতুন :বি.১.১.৫২৯’ প্রজাতিকে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করে সেটিকে ‘ওমিক্রন’ নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু/WHO)। হু জানিয়েছে, নয়া রূপের ভাবগতিক বুঝতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে বিবৃতিতে তারা জানিয়েছিল, এই রূপটির বিপজ্জনক মিউটেশন ঘটেছে। বস্তুত, সেই কারণেই চিহ্নিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঝুঁকির সর্বোচ্চ ধাপে রাখা হয় করোনার এই নয়া রূপকে। যদিও ভারতবর্ষে এখনও নয়া রূপের দেখা মেলেনি বলেই জানা গেছে! তবে, বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন, কতটা বিপজ্জনক হবে তা বলা এখনই সম্ভব নয়, তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভারতবর্ষেও এই ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে! তাই, ইতিমধ্যে আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে ফিরলে বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা (RT-PCR) করানোর এবং কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি রাজ্যকেই সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফে জেলাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা CMOH ডাঃ ভুবন চন্দ্র হাঁসদাও জানিয়েছেন, “আফ্রিকা, সিঙ্গাপুর এমনকি বাংলাদেশ থেকে ফিরলেও করোনা পরীক্ষা বাধ্যতামূলক।” অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :