দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:ইউরোপে চতুর্থ ঢেউ চলছে! তবে, ভারতের তৃতীয় ঢেউ প্রায় মিলিয়ে যাওয়ার পথে। চতুর্থ ঢেউ আসবে কিনা, কেউ জানেনা। এই পরিস্থিতিতে, কেন্দ্র সরকার আগেই কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছিল দেশ থেকে। এবার, নবান্নের তরফেও নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, নাইট কারফিউ সহ সমস্ত বিধিনিষেধ আজ মধ্যরাতের পর থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে তুলে নেওয়া হচ্ছে। মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। কাজেই, মাস্ক না পরলেও আর পুলিশ ‘ফাইন’ করতে পারবেনা! তবে, সচেতনতার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নাইট কারফিউ তুলে দেওয়ার প্রসঙ্গ জানিয়ে দিল রাজ্য সরকার।

thebengalpost.net
রাজ্যের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, দীর্ঘ ২ বছর পর সেই বহুকাঙ্খিত দিন এসে উপস্থিত। করোনার মত অদৃশ্য মারণ ভাইরাসের প্রকোপে রীতিমত স্তব্ধ হয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে সবকিছু। ক্রমশ সচল হয়েছে মানবজীবনও। অসুস্থতা-সংক্রমণ-মৃত্যুর নাগপাশ কাটিয়ে এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল বাংলা! আর সেই কারণেই আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠে যাচ্ছে করোনার সমস্ত বিধিনিষেধ। তবে, নাইট কারফিউ উঠে গেলেও নতুন করে সংক্রমণ এড়াতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ কিন্তু এখনও দেওয়া হচ্ছে। প্রসঙ্গত এও উল্লেখ্য, রাজ্যের করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত বুধবার রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। পাশাপাশি, সুস্থ হয়েছেন ৬৬ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৩১৫। এছাড়াও, প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা হল ৬৩৬। সবমিলিয়ে রাজ্যে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৪৮২ জন।