দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: সংক্রমণের হার আরও কমলো পশ্চিম মেদিনীপুরে! জেলা স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১২৩ (জেলার বাসিন্দা ১১৮ জন, ভিন জেলা ৫) জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৩২ জনের। সংক্রমণের হার কমে হয়েছে ৫.৫৩ শতাংশ (যদিও বৃহস্পতিবার ছিল ৫.৪৬ শতাংশ, সংক্রমিত হয়েছিলেন ১১৯)। তবে, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ফের একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। কিন্তু, বিভিন্ন জেলায় এখনও বহু মানুষের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে। তাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলা গুলিকে দ্রুততার সঙ্গে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

thebengalpost.net
দ্বিতীয় ডোজে জোর :

রাজ্যের নির্দেশ অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে বিভিন্ন পৌরসভা, ব্লক স্বাস্থ্য দপ্তর এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। সেইমতো, আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে বা সময় অতিক্রম হয়েছে, তাঁদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করতে। সম্প্রতি, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রশ্মি কমল জানিয়েছেন, “ব্লক ও পৌরসভা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আশা কর্মীদের মাধ্যমে করোনার দ্বিতীয় ডোজ কমপ্লিট করতে।” সেই লক্ষ্যে, শুক্রবার অর্থাৎ ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত ১০ দিন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২৫ টি ওয়ার্ডে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হয়েছে। যেখানে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান।

thebengalpost.net
মেদিনীপুর পৌরসভায় চলছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি :

এই তালিকা অনুযায়ী:
২১.০১.২২ – সরস্বতী বিদ্যামন্দির, হবিবপুর এবং এস.এম.আই হাই মাদ্রাসা, মিয়া বাজার।
২২.০১.২২ – শংকরী বিদ্যানিকেতন, কুইকোটা এবং বিবেকানন্দ হাইস্কুল, নজরগঞ্জ।
২৪.০১.২২ – শ্রী নারায়ন বিদ্যাভবন গার্লস, কর্নেলগোলা এবং টাউন স্কুল গার্লস, নতুন বাজার।
২৫.০১.২২ – অলিগঞ্জ আর.আর বিদ্যালয় গার্লস, অলিগঞ্জ এবং স্মৃতিকোনা প্রাইমারী স্কুল, অরবিন্দ নগর।
২৭.০১.২২ – এস.এস মোহনানন্দ বিদ্যালয়, কেরানীটোলা এবং পাহাড়ীপুর গার্লস হাইস্কুল, পাহাড়ীপুর।
২৮.০১.২২ – সিদ্ধেশ্বরী প্রাইমারী স্কুল, পাটনা বাজার এবং রাঙামাটি কিরণময়ী হাইস্কুল, রাঙামাটি।
২৯.০১.২২ – মেদিনীপুর টাউন স্কুল বয়েজ, বল্লভপুর এবং বি.টি কলেজ, রবীন্দ্রনগর।
৩১.০১.২২ – সবুজ সংগ্রামী কমিউনিটি সেন্টার, বিধাননগর। এছাড়াও মেদিনীপুর পৌর এলাকার কুইকোটা আরবান প্রাইমারী হেলথ সেন্টার, শরৎপল্লী আরবান প্রাইমারী হেলথ সেন্টার, বেড়বল্লভপুর আরবান প্রাইমারী হেলথ সেন্টার, কেরানীটোলা আরবান সেন্টার এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে বলে জানানো হয়েছে পৌরসভা সূত্রে।

thebengalpost.net
বিজ্ঞপ্তি :