দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ ডিসেম্বর: ইতিমধ্যেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে ঘিরে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন এই স্ট্রেন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য টেস্টিং থেকে কনট্যাক্ট ট্রেসিং- সমস্ত ক্ষেত্রেই রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে, ভয়ের পরিবেশ তৈরি হলেও দেশের সার্বিক করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৬০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৫৩০ জন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মার্চ মাসের পর এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৮৫৬ জন করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন। ইতিমধ্যেই দেশজুড়ে ১২৬ কোটি ৫৩ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, গতকাল ১২ লক্ষ ৫২ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।
এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানে ফের সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২১ জন। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯১ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৩৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১১ জন।