দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ ডিসেম্বর: বছরের শেষে ফের ভয় দেখাচ্ছে করোনা! দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্যেও রেকর্ড হারে বেড়েছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন করোনার নতুন স্ট্রেনে। মহারাষ্ট্র এবং দিল্লিতে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৬ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। এখনও পর্যন্ত দেশে ১৪২ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে কিশোরদের (১৫-১৮ বছর বয়সীদের) কোভিড টিকাকরণের রেজিস্ট্রেশন। ১ জানুয়ারি থেকে CoWIN পোর্টালে টিকার জন্য নাম নথিভুক্ত করতে সক্ষম হবে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোররা। ৩ জানুয়ারী থেকে কোভিড -১৯ এর বিরুদ্ধে শিশুদের টিকা দেওয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। CoWIN প্রধান ডাঃ আরএস শর্মা সোমবার বলেছেন, “১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুরা ১ জানুয়ারি থেকে CoWIN পোর্টালে নাম রেজিস্টার করাতে পারবেন।” আধার কার্ড না থাকলে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড ব্যবহার করা যাবে। উল্লেখ্য যে, কিশোরদের শুধুমাত্র কোভাক্সিন (Covaxin) টিকাই দেওয়া হবে, কোভিশিল্ড (Covishield) বা অন্য কিছু নয়।

thebengalpost.net
বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট (ছবি- সংগৃহীত, ফেসবুক) :

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯, সেখানে মঙ্গলবার সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭৫২ তে। পাশাপাশি, সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র এই জেলাতেই ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের (উৎসবের) রাতে যেভাবে বিধি ভাঙা বা বাঁধ ভাঙা ভিড় হয়েছিল, তাতেই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছিল! সংক্রমণের নিরিখে কলকাতার পর রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২। অন্যদিকে, গত একদিনে রাজ্যে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩১ হাজার ৮১৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৭ জন। গত একদিনে মোট ৩২ হাজার ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৪ জন।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :