দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা স্বাস্থ্য দপ্তরের রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩৩১। আরটিপিসিআর সূত্রে ১৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ৯২ জন এবং বেসরকারি হাসপাতালে করা ট্রুন্যাট টেস্টে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, শুধুমাত্র মেদিনীপুর শহর ও শহরতলীতে আক্রান্ত ১০৯ জন! মেদিনীপুর শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র আক্রান্তের ছড়াছড়ি। তবে, বেশিরভাগ জনেরই জ্বর, সর্দি-কাশি ও মাথা ব্যথার উপসর্গ বলে জানা গেছে। অন্যদিকে, রবিবার মেদিনীপুর শহরের (হবিবপুরের) এক ৬৪ বছর বয়সী প্রৌঢ়ার মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁর বিভিন্ন কো-মর্বিডিটি ছিল বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। অপরদিকে, ভয়াবহ সংক্রমণ বজায় আছে খড়্গপুর রেলওয়েতে। ফের ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আইআইটি-তে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর শহরে আরও ৫০ জন ও গ্রামীণে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, শালবনীতে ১২, ডেবরায় ২০, সবংয়ে ৭, পিংলায় ৭, কেশিয়াড়িতে ৫, বেলদায় ৭, দাঁতনে ১৫, গড়বেতায় ৭, কেশপুরে ৪ এবং ঘাটাল মহকুমায় ২৬ জন সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ১ জনেরই মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গেও রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ হাজার ২৮৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। মৃত্যু হয়েছে ১৮ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২১৩ জন। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৮ হাজারের বেশি আর উত্তর চব্বিশ পরগণাতে ৫ হাজারের বেশি! এদিকে, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশেও বেড়েছে সংক্রমণ। আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। বেড়েছে মৃত্যুও। ৩২৭ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন দ্বিতীয় ধাপের ডেল্টা সংক্রমণ আর তৃতীয় ঢেউয়ের ওমিক্রন মিলিয়ে এই মুহূর্তে ডেল্টাক্রনে সংক্রমিত হচ্ছেন বেশিরভাগ ভারতবাসী। ফলে, দ্বিতীয় ঢেউয়ের মতো শ্বাসকষ্টের উপসর্গ বা ফুসফুসের সংক্রমণ না থাকলেও, গলায় সংক্রমণ হচ্ছে। এক্ষেত্রে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ৩-৪ দিনের মধ্যেই রোগ সেরে গেলেও, কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়ার সম্ভাবনা আছে! তাই, সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করা এবং দূরত্ব বজায় রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :