দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ ডিসেম্বর: এমনিতেই করোনার নতুন স্ট্রেন ওমিক্রনকে ঘিরে চিন্তিত সকলেই। এবার সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিল করোনায় দৈনিক মৃত্যুর হার। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় চারগুণ বেশি। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৩ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৬ জন। এদিকে, এখনও পর্যন্ত ১৩১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেওয়া হয়েছে ৮৪ লক্ষেরও বেশি টিকার ডোজ।

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, এবার কলকাতাতেও ওমিক্রনের আতঙ্ক দেখা গিয়েছে। জানা গিয়েছে যে, শুক্রবার সকালে ব্রিটেন থেকে কাতার হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন এক তরুণী। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। তারপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাঁর নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে বলেও জানা গিয়েছে। এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৭ জন। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৫। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৫ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৩৭০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৭ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, গত দু’দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৭ (বৃহস্পতিবার ৩, শুক্রবার ৪) জন। এমনটাই জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :