দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ ডিসেম্বর: দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ওমিক্রণ আতঙ্ক! ইতিমধ্যেই দেশের মোট ১১ টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে করোনার নতুন এই স্ট্রেন। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জন। যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ৩২ জন ওমিক্রনে আক্রান্ত। এছাড়াও দিল্লিতে ২২ জন, রাজস্থানে ১৭ জন, কর্ণাটক ও তেলেঙ্গানায় ৮ জন করে এবং গুজরাট ও কেরলে ৫ জন করে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, চণ্ডীগড় এবং পশ্চিমবঙ্গে এক জন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। এদিকে, ওমিক্রনের ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণের জেরে উদ্বিগ্ন কেন্দ্র। পাশাপাশি, ডেল্টার থেকেও বহুগুণ বেশি সংক্রামক এই স্ট্রেনের বাড়বাড়ন্তে চিন্তিত বিশেষজ্ঞমহলও। এই প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পল শুক্রবার জানিয়েছেন যে,”ব্রিটেন এবং ফ্রান্সে ১০০ শতাংশ প্রাপ্তবয়স্কের করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও সেখানে দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা এবং ওমিক্রন। আফ্রিকার পাশাপাশি ইউরোপের পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে যাতে দেশে এই ধরনের পরিস্থিতি না তৈরি হয়। সেই সঙ্গে এমন পরিস্থিতি মোকাবিলার জন্যও প্রস্তুত থাকতে হবে।”

thebengalpost.net
স্বাস্থ্য দপ্তর চিন্তিত :

এদিকে, শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৪৪৭। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩৯১। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৪ হাজার ৫৬৫ জন। পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা গত ৫৬৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭০৬ জন। এখনও পর্যন্ত ১৩৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮০ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৬৬০। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭২ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৫২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৫ হাজার ৯৫৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ জন। গত একদিনে মোট ৪০ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১২ জন, যা গত কয়েকদিনের তুলনায় বেশি! এর মধ্যে, মেদিনীপুরে ৫, খড়্গপুরে ৫ (শহর ও গ্রাম মিলিয়ে) এবং ডেবরা ও ঘাটালে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :