দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ ডিসেম্বর: দেশজুড়ে ক্রমশ প্রভাব বিস্তার করছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। প্রায় প্রতিটি রাজ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। এরই মাঝে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে একটি সাড়ে তিন বছরের শিশুর শরীরে মিলেছে নতুন এই স্ট্রেন। পাশাপাশি, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। তবে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশের করোনা পরিসংখ্যান অনুসারে গত একদিনে নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৮ হাজার ৫০৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৯৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬২৪। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৩ হাজার ২৭৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা গত ৫৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন। এখনও পর্যন্ত ১৩১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।
এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১০ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৬৭। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬১২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৭ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।