দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩১ ডিসেম্বর:এবার ভারতেও ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল! দেশে এই প্রথম ওমিক্রনে মৃত্যু হল বলে জানা গেছে। এও জানা গেছে, মৃতের বয়স ৫২ বছর। তিনি মহারাষ্ট্রের পিমরি চিনজোআর জেলার বাসিন্দা ছিলেন। সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল, ওমিক্রন (Omicron) বা কোভিড (Covid 19) নয়, হৃদরোগে (Heart Attack) মৃত্যু হয়েছে তাঁর! তবে, জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, মৃত ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন! চিকিৎসকদের মতে, ওমিক্রনের ক্ষেত্রে গোটা বিশ্বেই খুবই সামান্য উপসর্গ দেখা যায়। এমনকী, টিকার দুটি ডোজ নেওয়া থাকলে মৃত্যুরও সম্ভাবনা খুবই কম। তবে, আক্রান্ত ব্যক্তির যদি কো-মর্ডিবিটি বা অন্য কোনও গুরুতর অসুখ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওমিক্রন প্রাণঘাতী হতে পারে! মহারাষ্ট্রে যিনি মারা গিয়েছেন, তাঁর ক্ষেত্রেও কো-মর্বিডিটিই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত হয়েছেন ভারতে। ১৩,১৫৪ জন আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায় (আগেরদিন ছিল ৯১৯৫) এবং মৃত্যু হয়েছে ২৬৮ জনের। এদিকে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, পশ্চিমবঙ্গে দ্বিগুণ হল দৈনিক সংক্রমণ।‌ টেস্টের সংখ্যা প্রায় একই থাকলেও, গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণের হার দ্বিগুণ হারে বেড়েছে। বুধবার সন্ধ্যার রিপোর্টে যেখানে সংক্রমিত হয়েছিলেন ১০৮৯ জন, বৃহস্পতিবার সন্ধ্যায় তা বেড়ে দাঁড়িয়েছে ২১২৮ এ। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের।‌ সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা! গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ১০৮০ জন। এরপরই আছে উত্তর চব্বিশ পরগণা (৩১৫)। এদিকে, সারা দেশের মধ্যেও দিল্লি, মুম্বাইয়ের পরই সংক্রমণের বিচারে কলকাতা জায়গা করে নিয়েছে! তাই, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে ৮ টি রাজ্যকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এবং টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “প্রতিদিনই খুব দ্রুত গতিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিড মোকাবিলায় আমাদের আরও সতর্ক হতে হবে এবং মাস্ক পরতে হবে”। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ জন।

thebengalpost.net
জেলার বুলেটিন :