দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ সেপ্টেম্বর: গত একদিনে দেশে কিছুটা কমলো দৈনিক সংক্রমণের হার! শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। এখনও পর্যন্ত করোনার কারণে মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জনের। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬। ইতিমধ্যেই দেশে ৭৩ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ জন টিকা পেয়েছেন।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭৫৩। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৪ জন। শুক্রবারও এই সংখ্যাটা ছিলো একই। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৬ হাজার ১৫৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৩ জন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টাতে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৬ জন (আগের ২ দিন ছিল যথাক্রমে- ২৬ ও ১৭)। এর মধ্যে, মেদিনীপুর শহরে ৬ জন এবং গ্রামীণ এলাকায় ৩ জন সহ মোট ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর শহরে ২ জন, গ্রামীণে ৩ জন, আইআইটি সূত্রে ২ জন এবং রেল সূত্রে ১ জন সহ ৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, ডেবরায় ৩ জন, বেলদা ও দাঁতনে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। ঘাটাল মহকুমায় ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। গত সাতদিনে জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা।