দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৬ জুন: দেশে ক্রমশ চলা নিম্নমুখী সংক্রমণের পর কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণের হার। তবে, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬০ হাজার ৪৭১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৯ লক্ষ ৩০ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই দেশে ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন টিকা নিয়েছেন।
এদিকে, রাজ্যে গত একদিনে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৭৫ জনের। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৪৭%। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২০ হাজার ৪৬ জন। গত একদিনে রাজ্যে ৫৫ হাজার ৬৪৫ জনের নমুনা যাচাই করা হয়েছে।