দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ নভেম্বর: রাজ্যে যেন করোনা সংক্রমণের বিরাম নেই! দেশে কমলেও, রাজ্যে বেড়েই চলেছে সংক্রমণ। রাজ্যের করোনা পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮৬০। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৪২ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৮ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১০৭ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪৪ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ১০ জনই মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার!
অন্যদিকে, ক্রমশ স্বস্তি বাড়াচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। এমনিতেই উৎসবের মরশুমে তৃতীয় ঢেউয়ের আবহ সকলের মনে আতঙ্ক তৈরি করলেও বর্তমান করোনা পরিসংখ্যানে সেই ভয় অনেকটাই কমেছে। পাশাপাশি, ক্রমবর্ধমান সুস্থতার হারও নতুন করে আশা জোগাচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। অপরদিকে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৮২ জন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬২০ জন। করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৯৭ হাজার ৯২১ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। এই পর্যন্ত দেশে ১১৫ কোটি ২৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।