দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছিল! জেলা স্বাস্থ্য দপ্তরের শনিবারের রিপোর্ট অনুযায়ী, ১০৪ জন সংক্রমিত হয়েছিলেন এবং সংক্রমণের হার ছিল ৪.৮৭ শতাংশ। তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছিল। এদিকে, রবিবার সকালে আসা রিপোর্ট অনুযায়ী জেলায় এক ধাক্কায় সংক্রমণ দ্বিগুণ হয়েছে! আক্রান্ত ২০০ জন। তবে, গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু’র খবর নেই। যদিও, ১৮ থেকে ২২ জানুয়ারির মধ্যে জেলায় ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তিনজনই গুরুতর অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন:

এদিকে, রাজ্যেও দ্রুতহারে কমছে সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় ৯.৫৩ হারে ৬৯৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০,৪১৮ জন। তবে, কমেনি মৃতের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমলেও, মৃত্যুর হার না কমা নিয়ে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এখনও পুরোপুরি বিদায় নেয়নি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যাঁদের মৃত্যু হচ্ছে বা অবস্থা সংকটজনক হচ্ছে তাঁরা ওমিক্রন নয়, বরং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেই আক্রান্ত হচ্ছেন বলে বিশেষজ্ঞদের ধারণা। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে, এই মুহূর্তে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৭০ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে এবং বাকি ৩০ শতাংশ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তবে, কলকাতার এম.আর বাঙুর হাসপাতালে এ নিয়ে গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের একাংশ।