thebengalpost.net
সবং কলেজের ফাইল ছবি (প্রতীকী) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: কলেজ খোলার পরই, পরপর ৩ জন অধ্যাপক করোনা সংক্রমিত! উপসর্গ আছে আরও ২ জনের। তাই, আপাতত অফলাইনে ক্লাস বন্ধ রাখা হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের দু’টি বিভাগে। কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার দত্ত শুক্রবার জানিয়েছেন, “কলেজ খোলার পরই সংস্কৃত কলেজের এক অধ্যাপক করোনা সংক্রমিত হন। দিন পাঁচেক আগে সংস্কৃত ও রসায়ন বিভাগের দুই শিক্ষকের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের করোনা পরীক্ষা করতে বলা হয়। দু’জনের রিপোর্টই পজিটিভ আসে। তারপরই ওই দুই বিভাগের ক্লাস বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই দুই বিভাগের আরও ২ জনের উপসর্গ দেখা দিয়েছে বলে জানতে পেরেছি।” তিনি আরও জানিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যক্ষ জানিয়েছেন, “অফলাইনে ক্লাস বন্ধ থাকলেও, অনলাইনে ক্লাস চলছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে দ্রুত পরবর্তী সিদ্ধান্তও নেওয়া হবে।” জানা গেছে, ওই অধ্যাপকদের মধ্যে দু’জন খড়্গপুর শহরের বাসিন্দা এবং একজন মেদিনীপুর শহরের বাসিন্দা।‌‌

thebengalpost.net
সবং কলেজের ফাইল ছবি (প্রতীকী) :

এদিকে, জেলাতেও এই মুহূর্তে যেটুকু করোনা সংক্রমণ, তা মূলত জেলা শহর মেদিনীপুর ও রেলশহর খড়্গপুরেই। কাজেই ওই অধ্যাপকরা কলেজে গিয়ে সংক্রমিত হয়েছেন, নাকি মেদিনীপুর-খড়্গপুর থেকেই সংক্রমণ নিয়ে গেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে! তবে, সবং কলেজে নিয়মিত স্যানিটাইজেশনের কাজ চলছে বলে জানিয়েছেন অধ্যক্ষ তপন কুমার দত্ত। এদিকে, গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন (বুধবার ৪ জন ও বৃহস্পতিবার ৯ জন)। এর মধ্যে, ৭ জনই মেদিনীপুর শহরের, ৪ জন খড়্গপুরের এবং ২ জন শালবনীর (১ জন কোবরা ক্যাম্পের জওয়ান সহ)।

thebengalpost.net
অধ্যক্ষ ড. তপন কুমার দত্ত :