Corona Update

আতঙ্ক বাড়িয়ে ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু মুম্বাইয়ে! সারা দেশে বাড়লো মৃতের সংখ্যা, রাজ্যে বাড়লো সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৩ আগস্ট: পরপর দু’দিন দেশজুড়ে ঊর্ধ্বমুখী সংক্রমণের পর শুক্রবার সামান্য কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে চিন্তা বাড়িয়ে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর হার। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৪৯০। এখনও পর্যন্ত দেশজুড়ে করোনার কারণে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। পাশাপাশি, গত একদিনে দেশে ৪০ হাজার ১২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৪১ হাজার ১৯৫। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, কোভিডের ডেল্টা প্লাস বা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। গোটা মহারাষ্ট্রে এই নিয়ে ২ জন ডেল্টা প্লাসে মারা গেলেন বলে জানা গেছে। মুম্বইয়ের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২১ জুলাই কোভিড পজিটিভ ধরা পড়ে ষাটোর্ধ্ব এক মহিলার। ডায়াবেটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল তাঁর। মুম্বইয়ে যে ৭ জনের শরীরে ডেল্টা প্লাস ধরা পড়েছিল, এই মহিলাও তাঁদের মধ্যে ছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মহিলার দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও গত ২৭ জুলাই তাঁর মৃত্যু হয়। তাঁকে অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড এবং রেমডেসিভিরও দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। মহিলার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। বুধবার সেই রিপোর্টে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কথা স্বীকার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রের রত্নগিরিতে এক ৮০ বছরের বৃদ্ধা ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মহিলার আরও দুই আত্মীয় ডেল্টা প্লাসে আক্রান্ত বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৭০০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৪৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৩ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১২৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২১ জন।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

2 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

7 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago