Corona Update

মেদিনীপুর-খড়্গপুর সহ জেলায় ধীরে ধীরে কমছে সংক্রমণ! গত ৩ দিনে পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত যথাক্রমে ১২৮, ১১১ ও ৮৩ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: সারা রাজ্যেই সংক্রমণ কমছে ধীরে ধীরে। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৯৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজ্যে এই মুহূর্তে সুস্থ হয়ে ওঠার হার ৯৭. ৭৫ শতাংশ। অপরদিকে, রাজ্যের মধ্যে সর্বাধিক সংক্রমণ পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্যের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৯৮ জন। কলকাতা ও উত্তর চব্বিশ পরগণাকেও গত কয়েক দিন ধরে ছাপিয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের দৈনিক সংক্রমণ। কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায় গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত যথাক্রমে ৮৭ জন ও ৯৩ জন। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৮৩ জন (৮ ই জুলাইয়ের রিপোর্ট, ৭ ই জুলাইয়ের টেস্ট)। তার আগের ২ দিন সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে ১১৩ (৭ ই জুলাইয়ের রিপোর্ট, ৬ ই জুলাইয়ের টেস্ট) জন এবং ১২৮ (৬ ই জুলাইয়ের রিপোর্ট, ৫ ই জুলাইয়ের টেস্ট) জন। প্রসঙ্গত, গত ৬ ই জুলাই রাতেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন নতুন করে মেদিনীপুর, খড়্গপুর সহ বেলদা-নারয়ণগড়, গড়বেতা, কেশিয়াড়ি ও ঘাটালে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে। আগামী ১৫ ই জুলাই পর্যন্ত ওই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে। গতকাল (৮ ই জুলাই) রাতে জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং পুলিশ সুপার দীনেশ কুমার মেদিনীপুর শহরের গন্ডীবদ্ধ এলাকাগুলি পরিদর্শন করেছেন।

সংক্রমিত এলাকায় জেলাশাসক ও পুলিশ সুপার :

এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের (৮ জুলাই) রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে যে ৮৩ জন করোনা সংক্রমিত হয়েছেন, তার মধ্যে মেদিনীপুরে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে- শহরে ৬ জন (কোতোয়ালী থানার অধীনে, তবে নির্দিষ্ট এলাকা উল্লিখিত হয়নি) এবং সদর ব্লকে ৩ জন (কঙ্কাবতী ২, খয়রুল্লাচকে ১) করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, খড়্গপুরে ২১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এর মধ্যে, শহরে ৮ জন, রেল সূত্রে ৭ জন, আইআইটি সূত্রে ৩ জন এবং গ্রামীণ এলাকায় ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, ঘাটাল ও দাসপুর মিলিয়ে ১৯ জন, বেলদা নারায়ণগড় এলাকায় ৭ জন, কেশিয়াড়ি এলাকায় ২ জন ও গড়বেতার তিনটি ব্লকে ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, পিংলা, সবং ও ডেবরা এলাকায় যথাক্রমে ৩ জন করে মোট ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

গন্ডীবদ্ধ এলাকায় পুলিশের কড়াকড়ি :

অপরদিকে, বুধবারের রিপোর্ট অনুযায়ী যে ১১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তার মধ্যে মেদিনীপুরে মোট ১৬ জন। এর মধ্যে, শহরের দেওয়াননগর, আবাস, কুইকোটা, পাটনা বাজার, মির্জা বাজার, রাঙামাটি, জেলা পরিষদ, উদয়পল্লী, নজরগঞ্জ, তোড়াপাড়া প্রভৃতি এলাকায় ১ জন করে এবং পুলিশ লাইনে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, কোতোয়ালী থানার অধীন আরও ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুরে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এদিন। তার মধ্যে শহরে ১০ জন করোনা সংক্রমিত হয়েছেন, এলাকাগুলি হল- তালবাগিচা ৪ জন, ট্রাফিক ২ জন, বড় আয়মা ২ জন, দেওয়ানমারো ১ জন এবং কৌশল্যা ১ জন। গ্রামীণ এলাকায় আরও ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, রেল সূত্রে ৪ জন ও আইআইটি সূত্রে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন।

গন্ডীবদ্ধ এলাকা পরিদর্শন :

অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের রিপোর্টে যে ১২৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তার মধ্যে মেদিনীপুরের ২০ জন। এর মধ্যে- মেদিনীপুর শহরের তোড়াপাড়াতে একই পরিবারের ২ জন, পালবাড়িতে একই পরিবারের ২ জন, হবিবপুররে ২ জন এবং রাঙামাটি, দেশবন্ধু নগর, কর্ণেলগোলা, পুলিশ লাইন ও কুইকোটাতে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, কোতোয়ালী থানার অধীন আরও কয়েকটি জায়গায় ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, মেদিনীপুর সদর ব্লকের হেতাশোলে ৩ জন, বেলিয়াতে ১ জন ও কুলদাতে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, খড়্গপুরে ৩১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, শহরে ১৬ জন (প্রেমবাজার ২, মালঞ্চা ২, বড় আয়মা ২, ছোটো আয়মা, আম্বাতি, নিমপুরা, নিউ সেটেলমেন্ট, কৌশল্যা, তালবাগিচা, হিজলী, রবীন্দ্রপল্লী, ইন্দা, সাঁজোয়াল); গ্রামীণ এলাকায় ৯ জন; আইআইটি ক্যাম্পাসে ২ জন এবং রেল সূত্রে ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। শুধু মেদিনীপুর ও খড়্গপুর নয়, দৈনিক সংক্রমণ কমছে ঘাটাল, গড়বেতা, কেশিয়াড়ি, বেলদা-নারায়ণগড়, ডেবরা, সবং, পিংলা সর্বত্র। উল্লেখ্য যে, এই প্রতিবেদন লিখতে লিখতে শুক্রবারের যে করোনা রিপোর্ট (৮ ই জুলাইয়ের টেস্ট) হাতে এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে জেলা জুড়ে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৪২ জন। এর মধ্যে মেদিনীপুর শহর (অরবিন্দ নগর, জুগনুতলা প্রভৃতি) ও সদর ব্লক (খয়রুল্লাচকে ৩ জন) মিলিয়ে ১১ জন, খড়্গপুরের ৭ জন (আইআইটি ও রেল সহ), ঘাটাল মহকুমায় ৮ জন, কেশিয়াড়িতে ১ জন, কেশপুরে (আনন্দপুর) ২ জন, শালবনীতে ১ জন, সবংয়ে ৩ জন, ডেবরা ও পিংলায় ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

16 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

18 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago