দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ অক্টোবর: ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি! প্রায় প্রতিদিনই বঙ্গে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উৎসবের মরশুমে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রমাদ গুনছেন সকলেই। বিশেষত, রাজধানী কলকাতার সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক হতে চলেছে! পরিস্থিতি সামাল দিতে তাই আগামী সোমবার থেকে কলকাতা শহরে খুলতে চলেছে একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং ২ টি সেফ হোম। এর মধ্যে একটি সেফ হোম থাকবে শিশুদের এবং মায়েদের জন্য। পাশাপাশি, আপদকালীন অবস্থায় বাতিল করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ছুটিও।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৮৩৩। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৪২ জন। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৪ হাজার ৪৯২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৯২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭৭ জন। গত একদিনে মোট ৪০ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।