দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ সেপ্টেম্বর: করোনাকে প্রতিহত করতে দেশজুড়ে চলছে টিকাকরণ। এবার সেই পরিসংখ্যানেই তৈরি হলো নতুন রেকর্ড। ইতিমধ্যেই দেশের ৭০ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ১৮ জন টিকা পেয়েছেন দেশজুড়ে (শুধুমাত্র প্রথম ডোজ অথবা দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করা)। যার মধ্যে শুধুমাত্র গতকালই ৭৮ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। তবে, এই ব্যাপকহারে টিকাকরণের মাঝেও দেশজুড়ে বেড়ে চলেছে সংক্রমণ। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। মঙ্গলবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় সাড়ে ৬ হাজার বেশি। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৩৬৯ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৯০। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন প্রায় ৩৯ হাজার ১১৪ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬।
এদিকে, গত একদিনে রাজ্যে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬০১ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫০৫। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ১৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট লেখা, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ জন (আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১৯ জন)। এর মধ্যে, শুধু মেদিনীপুর শহর জুড়েই আক্রান্ত ১০ জন। তালিকায় আছে ১৭ বছরের কিশোর থেকে ৭৫ বছরের প্রৌঢ়। এছাড়াও, খড়্গপুরের রেল সূত্রে ২ জন, আইআইটি সূত্রে ২ জন এবং ডেবরা’তে (পসং) ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ১ জন আক্রান্ত দাঁতনে।