দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ জুন: টানা ৬৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণ নেমে এল এক লক্ষেরও নীচে। পাশাপাশি, কমে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৪ হাজার কম। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে- ১৩ লক্ষ ৩ হাজার ৭০২। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন। এখনও পর্যন্ত দেশের ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির! গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৫ হাজার ৮৮৭ জন। দৈনিক মৃত্যু আরও কমেছে। ১০৩ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। বঙ্গে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩৬২ জনের। অন্যদিকে, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। সুস্থতার হার বেড়ে প্রায় ৯৭ শতাংশ (৯৬.৯৮ %)! এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৬ হাজার ৮৮৬। গত চব্বিশ ঘণ্টায়, ৬০ হাজার ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :