দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৭ সেপ্টেম্বর: করোনাকে পরাস্ত করতে চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয় টিকাকরণ। ধাপে ধাপে চলে আসা এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ৮৬ কোটিরও বেশি মানুষ পেয়েছেন করোনার টিকা। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যে দেশের মোট ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ জন টিকা পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৩৮ লক্ষেরও বেশি মানুষ। ব্যাপকহারে টিকাকরণের সুফলও স্পষ্ট ভাবে পরিলক্ষিত হচ্ছে বর্তমান করোনা পরিসংখ্যানে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ২৮ হাজার ৩২৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত একদিনে রাজ্যে মোট ২৭ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। যেখানে, রবিবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১১৭। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫১। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৫৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৪ জন। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৫ জন। এর মধ্যে, মেদিনীপুরে ৫ জন, খড়্গপুরে ৪ জন (রেল ৩), ঘটাল মহাকুমায় ৪ জন এবং কেশিয়াড়ি-তে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।