Corona Update

বাজারে আসতে চলেছে করোনার পিল! দেশে ও রাজ্যে সামান্য কমলো দৈনিক সংক্রমণ, পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ২৩

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৬ সেপ্টেম্বর: এমনিতেই উৎসবের আবহে করোনার বাড়বাড়ন্ত যাতে না ঘটে সেই দিকে নজর রেখেছে স্বাস্থ্য মন্ত্রক। জোর দেওয়া হয়েছে টিকাকরণেও। তবে উৎসবের মরশুম যতোই এগিয়ে আসছে ততই স্বস্তি দিচ্ছে করোনার পরিসংখ্যান। যদিও, সামান্য বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩২৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৯ হাজার ৬১৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ২৯০। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬। গতদিনের চেয়ে এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৫ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার ৫২৭ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৬৮ লক্ষেরও বেশি মানুষ।

বিজ্ঞাপন :

এদিকে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনা প্রতিরোধক পিল। ইতিমধ্যেই গবেষকরা ওই পিলের
ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করেছেন। জানা গিয়েছে যে, একটি মার্কিন সংস্থা “রিজব্যাক বায়োথার্পিউটিক্স” নামের অন্য একটি সংস্থার সাথে যৌথভাবে এই পিল তৈরি করছে। যার ফলে সাধারণ জ্বর হলে যেভাবে ওষুধ কিনে খাওয়া হয়, ঠিক তেমন ভাবেই করোনার ওষুধও বাজারে কিনতে পাওয়া যাবে। অক্টোবরের মধ্যেই ট্রায়ালের চূড়ান্ত ফলাফল জানা যাবে। তবে সংস্থার দাবি, চলতি বছরের শেষেই আপৎকালীন ব্যবহার শুরু হয়ে যাবে এই ওষুধের।

বিজ্ঞাপন :

এদিকে, রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৬২। অন্যদিকে, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। শনিবার, এই সংখ্যাটা ছিলো ১১। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৮৩ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৪০ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৩ জন। এল মধ্যে, মেদিনীপুরে ১০ জন, খড়্গপুরে ৯ জন (রেলের ৪ জন‌ সহ) এবং ডেবরা, পিংলা, কেশপুর ও দাসপুরে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন।

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

16 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago