দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২২ ডিসেম্বর: করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে ঘিরে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সংক্রমণের রাশ টানতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থাও। কিন্তু, তাও প্রতিদিনই নিজের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ২১৩ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। দিল্লি এবং মহারাষ্ট্রে ক্রমশ প্রভাব বিস্তার করছে ওমিক্রন। এদিকে, ওমিক্রন আতঙ্কের মাঝেই এবার দেশে বাড়লো করোনার দৈনিক সংক্রমণের হারও। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৫ হাজার ৩২৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪৫৩। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০ জন। যা গত ৫৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৬ জন। এখনও পর্যন্ত দেশে ১৩৮ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

thebengalpost.net
দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, ওমিক্রনের সংক্রমণ রুখতে এবার বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য স্বাস্থ্যদফতরও। নয়া সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে যে, কোনো করোনা আক্রান্তের ভাইরাল লোড বা সিটি ভ্যালু এবার ৩০-এর নিচে থাকলেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে। আপাতত কলকাতার করোনা রোগীদের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন জায়গায় নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে বলে জানা গিয়েছে। এদিকে সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা ও ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সমস্ত বিষয়ের খতিয়ান নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের।

thebengalpost.net
ওমিক্রন আক্রান্তের সংখ্যা :