দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের মাঝেই এবার নতুন করে দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। পাশাপাশি, বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশে ২৩৬ জন নতুন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৩১৭। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৩১৮। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। এখনও পর্যন্ত দেশে ১৩৯ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।
এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৩৪। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭০২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৮ হাজার ৯৮০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫১৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪২ জন। গত একদিনে মোট ৩৬ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় বেশি! এর মধ্যে, জেলা শহর মেদিনীপুরের তাঁতিগেড়িয়া’য় একটি পরিবারে ৫ জন (৭ বছরের এক শিশু সহ) এবং গ্রামীণ এলাকায় ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। ঘটালের কোন্নগরেও এক পরিবারে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, রেল সহ খড়্গপুরে ৫ জন ও গোয়ালতোড়ে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন।