Corona Update

গত ৭ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনায় মৃত্যু ৪ জনের, চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে আক্রান্ত ৭, মেদিনীপুরে ৩; রাজ্যে ৭৬০

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ অক্টোবর: করোনার তৃতীয় ঢেউয়ের আবহে চলা উৎসবের মরশুমে সংক্রমণের আধিক্য নিয়ে চিন্তিত সকলেই! এই পরিস্থিতিতে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট থেকে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১১ জন। শনিবার এই সংখ্যা ছিল- ১৯ ও শুক্রবার ১০। তবে, গত ৭ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে, গত ৬ অক্টোবর শুধুমাত্র ঘাটালেই মৃত্যু হয়েছে ৩ জনের। বেসরকারি হাসপাতালে ২ জনের এবং সরকারি হাসপাতালে ১ জনের। অন্যদিকে, শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১ জনের। তবে, সার্বিকভাবে জেলার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। রবিবার বেঙ্গল পোস্টের মাধ্যমে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, “জেলার করোনা, ডেঙ্গু ও ম্যালেরিয়া পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত ধরনের সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬ তারিখ হঠাৎ করে ঘাটালে ৩ জনের মৃত্যু হয়েছিল ঠিকই, পরে দেখা যায়, তাঁদের নানা কো-মর্বিডিটি ছিল। তার পর জেলায় আর সেভাবে মৃত্যুর খবর নেই। এদিকে, বেলদার ওই গ্রামে ১১ জনের ডেঙ্গু পজিটিভ আসার পর, জেলাতে আর ডেঙ্গুরও তেমন খবর নেই। ডেঙ্গু ও ম্যালেরিয়াতে এই মরশুমে মৃত্যু হয়নি একজনেরও। তা সত্ত্বেও, আপনারা সতর্ক থেকে উৎসব পালন করুন।‌অবশ্যই, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।” জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই মরশুমে এখনও পর্যন্ত জেলায় মোট ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। প্রায় প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন এবং কয়েকজনের চিকিৎসা চলছে। জেলাবাসীকে সচেতন ও সতর্কভাবে উৎসব পালনের বার্তা দিয়ে জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “আমাদের স্বাস্থ্যকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন ঐকান্তিক ভাবে। তবুও, আপনাদের সতর্ক থেকে উৎসব পালন করার পরামর্শ দেব। যাতে, পুজোর পরও পরিস্থিতি এরকমই স্বাভাবিক থাকে।”

রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, সাময়িক স্বস্তি মিললো রাজ্যের করোনা পরিসংখ্যানেও। পুজোর মরশুম থাকলেও গত একদিনে রাজ্যে সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, কমেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৭৬। গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৬ হাজার ৩৩৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৪৯ জন। গত একদিনে মোট ৩৫ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। তবে, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় এখনও আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ১২৩ জন। আপাতত, পুজোর আবহে এই সংখ্যার দিকেই নজর রাখছেন বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

23 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago