দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ আগস্ট: বেশ কয়েকদিন ধরে চলা ঊর্ধ্বমুখী সংক্রমণের পর দেশে কমলো দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। শুধু তাই নয়, ১৫১ দিন পর অ্যাকটিভ কেসের সংখ্যাও এখন সর্বনিম্ন! করোনার তৃতীয় ঢেউয়ের আবহে এই পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বিশেষজ্ঞমহলে। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৩৬ হাজার ৬৭১। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৭৫ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৫৪০। এর মধ্যে গত শুক্রবার শুধুমাত্র কেরালাতেই মৃত্যু হয়েছে ৯৯ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০। গতকালের চেয়ে এই সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। পাশাপাশি, ১৫১ দিনের মধ্যেও এই সংখ্যাই সর্বনিম্ন। এখনও পর্যন্ত দেশে ৫৭ কোটি ৬১ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৭৩১। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪১ হাজার ৭৪৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৩৫। গত একদিনে ৪৭ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :