দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৯ আগস্ট: দেশের করোনা পরিসংখ্যানের গ্রাফ এবার নিম্নমুখী! পাশাপাশি, কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩৫ হাজার ৪৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩৯ হাজার ৭০। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪৯১। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ১৮৮। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৪ হাজার কম। এখনও পর্যন্ত দেশে ৫২ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৮৯০ জন টিকা পেয়েছেন।
এদিকে, গত একদিনে রাজ্যে কমেছে সংক্রমণের হার! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৪৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলাতেও গত ৭ দিনে গড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ থেকে ২০ জনের মধ্যে। বাড়েনি মৃত্যুর হারও!