Corona Update

Awareness: পশ্চিম মেদিনীপুরে আরও বাড়ল সংক্রমণের হার! জেলাজুড়ে সংক্রমিত করোনা যোদ্ধারা, পায়ে হেঁটে সচেতনতার প্রচারে বিধায়ক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: প্রতিদিনই জেলায় বাড়ছে সংক্রমণের হার! রবিবার ছিল বলে গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে কমেছে করোনা পরীক্ষার সংখ্যা। মাত্র ১১৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। আক্রান্ত ২০৫ (জেলার ১৯৭)।‌পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ১৭.২২ শতাংশ। গতকাল এই হার ছিল ১২.১৮ শতাংশ। এই নতুন ভ্যারিয়েন্ট অপেক্ষাকৃত কম বিপজ্জনক হলেও তা অত্যন্ত দ্রুত হারে ছড়িয়ে পড়ছে! ফলে, সতর্ক থাকা উচিৎ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া প্রতিদিন পায়ে হেঁটে, হাতে মাইক নিয়ে সচেতনতার বার্তা দিয়ে বেড়াচ্ছেন নিজের বিধানসভা এলাকায়। তিনি বলে চলেছেন, “দয়া করে আপনারা সচেতন হন। কেন এখনো এত অবহেলা! সংক্রমণ আপনার বাড়ির মধ্যে কখন যে প্রবেশ করবে তা আপনি বুঝতেই পারবেন না! দয়া করে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন ,অপরকেও সুস্থ রাখুন।” এমনভাবেই প্রতিনিয়ত করোনা সচেতনতার পাঠ দিয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া। প্রতিটি বাজারে, হাটে, পথে ঘাটে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন।

বিধায়ক অরূপ ধাড়া’র উদ্যোগ :

অন্যদিকে, করোনা সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছে ক্ষীরপাই পুলিশ-প্রশাসনও। ঊর্ধ্বমুখী সংক্রমণের আবহে সাধারণ মানুষের হুঁশ ফেরাতে করোনা সচেতনতার পাঠ দিতে যৌথভাবে মাঠে নামলো ক্ষীরপাই পৌর প্রশাসন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ক্ষীরপাই মিউনিসিপাল টাস্কফোর্স। মাস্ক হীনদের ধরে ধরে মাস্ক পরানো হল। মহামারী আইনে কেস দেওয়ার ভয়ও দেখানো হল। একইসঙ্গে, আগের দুই ঢেউয়ের মতোই বিপদে পাশে থাকার বার্তাও দেওয়া হল।‌ তবে, তার আগে কোভিড বিধি সঠিকভাবে মেনে চলার আবেদন জানানো হলো। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে যে ২০৫ জন করোনা সংক্রমিত হয়েছেন, সেই তালিকায় আছেন একাধিক করোনা যোদ্ধা। আছেন স্বয়ং জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) জয়দেব বর্মণ থেকে শুরু করে, মেদিনীপুর মেডিক্যাল, ঘাটাল মহকুমা হাসপাতাল ও শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এছাড়াও, সংক্রমিত হয়েছেন খড়্গপুরের এসডিপিও (SDPO) দীপক সরকারও। করোনা যুদ্ধে নেতৃত্ব দিতে গিয়েই যে তাঁরা সংক্রমিত হচ্ছেন, তা বলাই বাহুল্য! তবে, আশার কথা হল, প্রত্যেকেই মৃদু উপসর্গ যুক্ত বলে জানা গেছে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার! এদিন, টেস্ট হয়েছে ৫১ হাজার ৬৭৫। পজিটিভ রিপোর্ট এসেছে ১৯ হাজার ২৮৬ জনের। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থ হয়েছেন ৮১৮৭ জন।

ক্ষীরপাই পুলিশ ও প্রশাসন :

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago