দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: জেলা শহর মেদিনীপুরের ব্যস্ততম রাস্তার ঠিক পাশেই থাকা শতাব্দী প্রাচীন বন দেবীর মন্দির ভেঙে ফেলা হল মেদিনীপুর পৌরসভার তরফে। ঘটনা ঘিরে শুক্রবার সকাল ১০টা নাগাদ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো মেদনীপুর শহরের গোলকুঁয়াচক-ধর্মা রাস্তার উপর কর্নেলগোলা এলাকায়। প্রসঙ্গত, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ঠিক পাশেই শতবর্ষ প্রাচীন একটি বট গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বন দেবীর মন্দির। তবে, ক্রমেই শহরের জনসংখ্যা, ব্যস্ততা তথা গাড়িঘোড়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে গোলকুঁয়াচক থেকে ধর্মা অবধি যাওয়ার ওই রাস্তায় নিত্য যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, রাস্তার ঠিক গা ঘেঁষেই থাকা মন্দিরটিকে কেন্দ্র করে!

thebengalpost.net
ভেঙে ফেলা হল মন্দির:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

পরিস্থিতি সামলাতে সম্প্রতি মেদনীপুর পৌরসভার উদ্যোগে এনিয়ে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে ওই মন্দিরের ঠিক পাশেই ‘নতুন’ একটি মন্দির তৈরি করে, প্রাচীন মন্দিরটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মেনেই শুক্রবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকাল দশটা থেকে মন্দির ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। এই বিষয়ে পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি তথা স্থানীয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু বলেন, “স্থানীয়দের সহযোগিতা নিয়ে, যানজট ঠেকাতে শতবর্ষ প্রাচীন এই মন্দিরটি ভেঙে ফেলা হল। আমরা বন দেবীর নতুন মন্দির গড়ে তুলেছি পাশেই। এর ফলে এই রাস্তা যানজট মুক্ত হবে। অন্তত ৪ ফুট জায়গা বেরোলো। তবে, শহরবাসীর প্রতি আমাদের বার্তা, যানজট ঠেকাতে আমরা যদি শতবর্ষ প্রাচীন মন্দির ভেঙে ফেলতে পারি; তাহলে আপনারা যদি রাস্তা দখল করে নির্মাণ কাজ গড়ে তোলেন কিংবা নির্মাণ সামগ্রী ফেলে রাখেন, সেক্ষেত্রেও আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব।”

thebengalpost.net
গড়ে তোলা হল নতুন মন্দির:

thebengalpost.net
বন দেবীর মন্দির: