দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর:তৃতীয় ঢেউ রুখতে ৩ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। ফের শুরু হয়েছে পুলিশি ধরপাকড়ও। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত চব্বিশ ঘণ্টায় অর্থাৎ শুধুমাত্র ৩ জানুয়ারি মোট ৪৫৬ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন। মেদিনীপুর থেকে বেলদা, খড়্গপুর থেকে শালবনী, ঘাটাল থেকে গোয়ালতোড় সর্বত্র বিনা মাস্কের লোকজনকে জামিন যোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। এদিন, জেলা পুলিশ সুপার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এও আবেদন জানিয়েছেন, জেলাবাসীকে কোভিড বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আবেদন জানানোর জন্য।

thebengalpost.net
মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) :

অন্যদিকে, জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে ১২ টি মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) তৈরি করা হচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে। মেদিনীপুর শহরের ৭ টি ও খড়্গপুর শহর ও গ্রামীণের ৫ টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এই সব এলাকায় আগামী ৬ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি অবধি মাইক্রো কনটেনমেন্ট বিধি বলবৎ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সবকিছুর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রয়োজনে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাওয়ার দাওয়ার ও ওষুধপত্র প্রভৃতি সবকিছুই সরবরাহ করা হবে। মেদিনীপুর শহরের রাঙামাটি (আইটিআই ও প্যারামেডিকেল সংলগ্ন), তাঁতিগেড়িয়া (টাউন কলোনি, বিড়লা মাঠ ও রেল লাইন সংলগ্ন), সেখপুরা (সেখপুরা মাঠ, স্টেশন রোড, ফ্লাই ওভার ও চার্চ স্কুল সংলগ্ন), নজরগঞ্জ (নজরগঞ্জ মোড়, আমতলা ঘাট, মন্ডল মাঠ, সসমাজবাড়ি সংলগ্ন), বড়তলা ( বড়তলা মোড়, নিমতলা, হর্ষণদীঘি ও অলিগঞ্জের রাস্তা সংলগ্ন), ধর্মা (সেন্টার লজ, আনন্দনগর, ধর্মা মোড়, লালদীঘি সংলগ্ন) এবং বড়বাজার (বড়বাজার, নতুনবাজার, মানিকপুর ও ছোটো বাজার সংলগ্ন)- এলাকাগুলিকে কনটেনমেন্ট করা হয়েছে। খড়্গপুর টাউন থানার টেক মার্কেট (আইআইটি সংলগ্ন টেক মার্কেট ও ডিভিসি পাওয়ার অফিস সংলগ্ন রবীন্দ্রপল্লী) এবং রাজোগ্রামের (মন্দিরতলা ও বাবু স্টোর সংলগ্ন) এর কিছু এলাকা এবং খড়্গপুর গ্রামীণ থানার নিউ সেটেলমেন্ট, হিজলী কো অপারেটিভ এবং শরৎপল্লী সংলগ্ন কিছু এলাকা মাইক্রো কনটেনমেন্ট করা হয়েছে।