thebengalpost.in
কনটেনমেন্ট জোন আগামীকাল থেকে ১৪ ই জুলাই পর্যন্ত :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: আগামী ১৪ ই জুলাই পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জোনের মধ্যে নিয়ে আসা হলো। জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, “মাইক্রো কনটেনমেন্ট” জোনের অধীনে পড়ছে সমগ্র মেদিনীপুর পৌরসভা ও খড়্গপুর পৌরসভা। এছাড়াও, ঘাটালের বিস্তীর্ণ এলাকা, নারায়ণগড়ের কিছু এলাকা, কেশিয়াড়ির কিছু এলাকা এবং গড়বেতা ৩ নং এর সাতবাঁকুড়ার কিছু এলাকাকে গন্ডীবদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

thebengalpost.in
কনটেনমেন্ট জোন আগামীকাল থেকে ১৪ ই জুলাই পর্যন্ত :

***বুধবার নয় বৃহস্পতিবার (৮ ই জুলাই) থেকে কনটেনমেন্ট জোন আগামী ১৪ ই জুলাই পর্যন্ত…

প্রসঙ্গত, এই সমস্ত এলাকাতে কোডিড সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই সমস্ত এলাকাতে, শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে, আগামী ১৪ ই জুলাই পর্যন্ত। অফিস, আদালত, পরিবহন, জরুরী পণ্য ছাড়া দোকানপাট প্রভৃতি বন্ধ থাকলেও স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সবকিছু এবং জরুরী পণ্য পরিষেবায় ছাড় থাকবে বলে জানা গেছে।

thebengalpost.in
মাইক্রো কনটেনমেন্ট জোন :

আপডেট (৭ জুলাই রাত্রি ১২ টা ৩০ মিঃ) : করোনা সংক্রমণের উর্ধ্বগতি প্রতিহত করতে, বিভিন্ন এলাকা “মাইক্রো কনটেনমেন্ট জোন” করা হচ্ছে সরকারি নির্দেশানুসারে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও “মাইক্রো কনটেনমেন্ট জোন” বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা তৈরি করা হচ্ছে গত ১৭ ই জুন থেকে ধারাবাহিকভাবে। মঙ্গলবার অর্থাৎ ৬ ই জুলাই জেলা প্রশাসনের বৈঠকে জেলায় নতুন করে ৬ টি এলাকাকে কনটেনমেন্ট বা গন্ডীবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার, ৭ ই জুলাই থেকে আগামী ১৪ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলিকে “মাইক্রো কনটেনমেন্ট” জোনের আওতায় নিয়ে আসার বিজ্ঞপ্তি জারি করা হয় জেলা প্রশাসনের তরফে। তবে, মঙ্গলবার রাতে এই ঘোষণা হওয়ার ফলে, সাধারণ মানুষ অসুবিধায় পড়তে পারেন, বিভিন্ন মহল থেকে এরকম বার্তা পৌঁছে যায় জেলা প্রশাসনের অন্দরে। তারপরই মঙ্গলবার গভীর রাতে জেলা প্রশাসনের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, বুধবার অর্থাৎ ৭ ই জুলাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ ৮ ই জুলাই থেকে এই লকডাউন বিধি বা কনটেনমেন্ট বিধি কার্যকর করা হবে।
***পুরো মেদিনীপুর ও খড়্গপুর শহর নয়, নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলো জেলা প্রশাসনের তরফে…..