thebengalpost.in
কনটেনমেন্ট জোন (ফাইল ছবি, ২০২০) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় ফিরছে “কনটেইনমেন্ট জোন” (Containment Zone)। গত ১৫ ই জুনের নির্দেশিকা মেনে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বৃহস্পতিবার এই জেলার ৪ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করলো। জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার এই ৪ টি (চারটি) কনটেনমেন্ট জোন হল যথাক্রমে- মেদিনীপুর শহরের ১ নং (হবিবপুর ও তোলাপাড়া সংলগ্ন) ও ২ নং (কুইকোটা, বরিশালকলোনী, সত্যজিৎনগর, আদিবাসীপাড়া সংলগ্ন) ওয়ার্ডের নির্দিষ্ট কিছু এলাকা; খড়্গপুর শহরের ৩৫ নং ওয়ার্ডের (তালবাগিচা, চিত্তরঞ্জন ক্লাব, বামুনপাড়া কর্মকার পাড়া সংলগ্ন) নির্দিষ্ট কিছু এলাকা এবং বেলদার দেউলী মৌজার (বংশীধরপুর, ময়নাপাড়া, বিনোদপুর, বড় মাতকাৎপুর) নির্দিষ্ট কিছু এলাকা। আগামী ৪ ঠা জুলাই পর্যন্ত এই চারটি এলাকা গন্ডীবদ্ধ (কনটেনমেন্ট) থাকবে। এই এলাকায় পূর্বের মতোই জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিসও বন্ধ থাকবে। এমনকি, কার্যত লকডাউনের কোনো ছাড় এখানে প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংক্রমণের পরিসংখ্যান মেনে এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ করা হয়েছে আগামী ৪ ঠা জুলাই পর্যন্ত।

thebengalpost.in
কনটেনমেন্ট জোন (ফাইল ছবি, ২০২০) :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই প্রথমবার সংক্রমণের সংখ্যা ১০০-র নিচে নামলো! গত এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকেই জেলায় সংক্রমণের সংখ্যা ক্রমশ উর্দ্ধমুখী হয়েছে। একসময়ে জেলার দৈনিক সংক্রমণ ৬০০-র কাছাকাছি (৫৯৫) পৌঁছে যায়। পরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এর ফলেই সংক্রমণের হার কমেছে বলে মত প্রকাশ করেছেন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে বৃহস্পতিবার সকালে প্রাপ্ত তথ্য অনুসারে, গতকাল (১৬ জুন) জেলায় ৯৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে RTPCR পদ্ধতিতে ৪৯ জন, Rapid Antigen পদ্ধতিতে ৩৬জন এবং Truenat (ট্রুনাট) পদ্ধতির মাধ্যমে ৮জন করোনা আক্রান্তকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় মোট ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজাবাজারে ১ জন, খাপ্রেলবাজারে ১ জন, কুইকোটাতে ১ জন, রাঙামাটিতে ১ জন, বল্লভপুরে ১ জন, সিপাই বাজারে ১ জন উদয়পল্লীতে ২ জন সহ শহরে মোট ৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মেদিনীপুর সদর ব্লকে ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, খড়্গপুর শহরে ৭ জন এবং রেল সূত্রে ৮ জন সহ মোট ১৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, বেলদার বিদ্যাসাগরপল্লীতে একই পরিবারের ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, কেশিয়াড়ি মোড়ে ৩ জন, সবুজপল্লীতে ১ জন, রসুলপুরে ১ জন, গঙ্গা যমুনাতে ১ জন, বেলদা শহরে ১ জন সহ মোট ১৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ৩ জন, শালবনীতে ৩ জন (শালবনী, মধুপুর, ডালমিয়া সিমেন্ট), দাঁতনে ৬ জন, কেশিয়াড়িতে ২ জন, কেশপুরে ১ জন, ডেবরায় ৪ জন, সবংয়ে ৩ জন, পিংলায় ৩ জন এবং ঘাটাল মহকুমায় ১৯ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ২০০ জন। জেলায় এই মুহূর্তে সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ।