দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: মেদিনীপুর খড়্গপুরের সংযোগস্থলে ৬০ নং জাতীয় সড়কের উপর বীরেন্দ্রনাথ শাসমল সেতু বা মোহনপুর ব্রিজ সংস্কারের কাজ প্রায় শেষের পথে। কংসাবতী নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতু ও মধ্যবর্তী সড়কের কাজ চলছে বিগত মাস ছয়েক ধরে। অবশেষে সেই কাজ সম্পূর্ণ হওয়ার পথে বলে জানিয়েছেন জাতীয় সড়ক ডিভিশন- ২ (NH Div. 2) এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “গুরুত্বপূর্ণ কাজগুলি ইতিমধ্যে শেষ করা হয়েছে। বাকি কাজ আগামী ১ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করছি।”
প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতির মধ্যে গত এক-দেড় মাস ধরে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে জরুরি ভিত্তিতে কাজ চালানো হচ্ছে। রাস্তার একটা সাইড বন্ধ রেখে কাজ চালানোর কারণে, সেতুটি পারাপার করতে দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে যাত্রীদের। গত ১-২ মাস ধরে এভাবেই কষ্ট করে মোহনপুর এলাকাটি পেরোতে হচ্ছে সমস্ত গাড়িকে। দুর্ভোগের মুখেও পড়তে হচ্ছে যাত্রীদের। তবে, অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে তৎপরতা দেখানো হচ্ছে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। আপাততো আগামী এক মাসের মধ্যে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে পূর্ত দফতর ও জাতীয় সড়কের কর্তৃপক্ষের তরফে।