তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: বেহাল রাজ্য সড়ক! কাজ হয়নি কোনো আবেদন-নিবেদনেই। তাই বাধ্য হয়েই বুধবার রাজ্য সড়ক অবরোধ করল স্কুল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা এলাকার পলাশচাবড়ী-শ্রীনগর সড়কে।সিমলা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ও স্কুল পড়ুয়ারা মিলে বুধবার দুপুরে পথ অবরোধ শুরু করে। শেষ পর্যন্ত, পুলিশ ও বিডিও’র হস্তক্ষেপে অবরোধ ওঠে।

thebengalpost.net
পথ অবরোধ পড়ুয়াদের :

অভিযোগ, চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ী ভায়া শ্রীনগর হয়ে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাস, ট্রাক সহ একাধিক স্কুলের পড়ুয়া যাতায়াত করে এই সড়কের উপর দিয়ে। এলাকাবাসী জানান, বর্তমানে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের কেঠিয়া ব্রিজ খারাপ হওয়ায়, ভারী যানবাহনও শ্রীনগর-পলাশচাবড়ী রাস্তা দিয়েই যাতায়াত করে দীর্ঘ দিন ধরে। যার ফলে পলাশচাবড়ি শ্রীনগর রাস্তাটির উপরে যথেষ্ট চাপ বেড়েছে। কিন্তু, সেই রাজ্য সড়কেরই বেহাল দশা! যার জেরে যাতায়াতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে পথচলতি মানুষদের। আর, এই বেহাল সড়কের জেরে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু, হুঁশ নেই প্রশাসনের! তাই, বুধবার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হল পড়ুয়া থেকে গ্রামবাসীরা। পথ অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে যানচলাচল। দীর্ঘক্ষণ অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা থানার পুলিশ, ব্লকের বিডিও। পুলিশ ও বিডিওর প্রতিশ্রুতিতে অবশেষে অবরোধ তুলে নেয় পড়ুয়া ও গ্রামবাসীরা।